সু ত নু হা ল দা র
কুশবিদ্ধ
আমরা প্রত্যেকেই এক একজন যীশু
আমরা প্রতিনিয়ত কুশবিদ্ধ হই
শুধুমাত্র রক্ত ব'লে ওঠে–
তফাত যাও…পকেট ভর্তি শুধু জমাট বাঁধা রোদ
প্রতিবন্ধকতা
পাশাপাশি অবস্থিত প্রতিটি
অক্ষর সমকামী হ'লে–
যতিচিহ্নগুলো হরমোনের
মেঘ বেটে জেব্রাক্রসিংয়ে লেপে দেয়
বায়োপিক
কথারা মাঝেমাঝে নির্জনতা পছন্দ করে
বানপ্রস্থ থেকে বাড়ি ফেরার পথের দুরত্বে
চশমায় নুনের অতিশয্য দেখে ভয় পায় সমুদ্র
।।
সুতরাং উদাসী নদীর বায়োপিক লেখা হোক
একটি মন্তব্য পোস্ট করুন