চন্দ্রদীপা সেনশর্মা
লহরি
হেঁটেছি পায়ে পায়েমাটিতে আগুনে হাওয়ায়
শুধু তোমাকে পাব বলে জলের উপর দিয়ে হেঁটেছি
হেঁটেছি সঙ্গমে, কালো যমুনায়
তোমাকে ঝরনা ভেবে ভেবে হাঁটাহাঁটি
হাঁটতে হাঁটতে এত জল জমে
তোমাকে দেখলে আমি বৃষ্টি হয়ে যাই
(১১ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ২.৫০)
বড়ো বিস্ময়
নিয়ে এলাম আজযা নেই
চমকে উঠে ভাবি
সত্যি কি কিছু ছিল না
বড়ো বিস্ময়
(২২ মার্চ, ২০২৩, রাত ২.১৭)
প্রেম
নীরব থেকো না আরোহমিড় তোলো গৎ আলাপে
অবরোহ যেন ফিরতি
ধুন বোনে মৃদু গমকে
(৮ মার্চ, ২০২৩, রাত ২.১৬)
একটি মন্তব্য পোস্ট করুন