রাখি সরদার





অসামান‍্যা

সব নদী, সব গান
তোমার যাওয়ার ভিতর কেঁদে ওঠে

মৃদু চাঁদ-রাতে
তোমার চোখের মাঝে
                  খুঁজে ফেরে সামান‍্যকে।
   
                 






শূন‍্য ও তরঙ্গ

অবিরাম মরতে মরতে
যখন শূন্য হয়েছি 
    দেখি –
শূন্য ঘিরে জেগে উঠছে
গ্রহের তরঙ্গ আর
 হরিৎ পৃথিবী !

       



উৎস

না -জন্মানো ঘাস ও অরণ্য
খোঁজে যে হরিণ –তার নির্জন ক্ষতচিহ্নে মাটির প্রলেপ দিলে
আর্ত জনপদ পুনর্বার দারুচিনি বন
                 জেগে ওঠে সবুজ-পুরাণ।




Post a Comment

নবীনতর পূর্বতন