উমাশংকর রায়







ব‍্যবধান.

আপনার  পথে আমি
কিংবা আমার পথে আপনি যে হাঁটছেন না -
এটা অলৌকিক কিংবা অস্বাভাবিক কিছু নয়।
বরং এটাই  বিশ্বাসযোগ্য ব‍্যবধান।
.
কোনও কোনও ব‍্যবধান
অন্তরাত্মার পিদিম জ্বালিয়ে রাখে।







সরলরেখা

সেদিন হঠাৎ
কফি হাউজে অন্তরাত্মার সঙ্গে দেখা 
.
এক টেবিলের পাশে বসে দুজনে
তরল দিয়ে সরলরেখা মাপছিলাম
.
চেয়ার টেনে কাছে এসে বসল
আশ্চর্য চিহ্ণ
.
বলল, একটি বিন্দুর কাছেই
গচ্ছিত আছে আমাদের 
চিরদিনের সঞ্চয়।







হাইব্রিড

নার্সারিতে এখন সবুজ চারার খুব ভিড়
সবগুলো প্রায় নিখুঁত হাইব্রিড শপথ বাক‍্য
.
ধান গম বা আলু নয়
শপথ বাক‍্যই এখন স্ট‍েপল ফুড
.
পলিপ‍্যাক আর পলিমাটির স্বাভিমানে ওরা
রঙিন স্টেপল ফুড।







তীর

বোতামঘরের এমন হৈ চৈ
কখনও শুনিনি আর
.
দাঁড়ালাম 
.
একটি অট্টহাসির ফাঁক দিয়ে 
একটি তীর ছুটল
.
একটি প্রশ্ন 
.
বোতাম গলিয়ে চামড়া ঢেকে কী হবে আর?
.
দ‍্যাখো
ভেতরে কত ছিদ্র!
.
সব ট্র‍্যান্সপ‍েরেন্ট...







পলেস্তরা

একবার সেঁটে গিয়েছিল বলে
দেওয়াল থেকে খসে পড়া পলেস্তরার জুটল
উপহার 
.
মনোরম ডিজিটাল লিঙ্ক 
.
তার কপাল লিখন প্রশ্নাতীত
.
স্নেহভাতা 
স্বর্গরাজ্যে প্রমোদভ্রমণ 
ওসব তার অন‍্যভুবন।


Post a Comment

নবীনতর পূর্বতন