আমিনুল ইসলাম
কাস্তে
পদার্থের ঘুমন্ত দশা = আকরিক থেকে
জেগে ওঠে পলাশের রং
আলপথে জলপথে কচিকাঁচা পা
লাট খাওয়া ঘুড়ির সাথে
মাতাল হতে তুইও নেমে আয় মাটির ওপর
আলতো ঝুমকোলতার শরীর বেয়ে
হাতুড়ি
তুড়ি দিয়ে ডেকে নেওয়া সহজ অতি
মাদারির ইশারায় নাচে বাঁদরের মতি
আজ কাল পরসু এই পরম্পরায় প্রবাহিত জল
সরোবর সেজে দেখছে মুখের ছবি
তারা
আকাশের নীলে লুকিয়ে গোপন
সূক্ষ্ম কারুকাজ আলোময় জানা
নিভন্ত নয় সে প্রহর জেগেছে ক্ষীণ
গতিময় স্বাধীনতা মেলেছে ডানা
একটি মন্তব্য পোস্ট করুন