পোড়া একটা মানচিত্র
পথটা পেরিয়ে যাবার পর
ভাগফল নির্ণয় হয়েছিল,
ভগ্নাংশও কিছু জমে গিয়েছিল হয়তো,
কিন্তু তখন তো পথটাই শুকনো হয়ে গিয়েছিল।
মুঠো খুলে পোড়া একটা মানচিত্র দেখেছিলাম শুধু
আর সমুদ্র সৈকতে পড়ে থাকা ভাঙা জাহাজের
দড়ি ধ'রে জ্যোতির্বিজ্ঞানের পাঠ নিয়েছিলাম।
তুমি যতই চৌকো ক'রে দাগ কেটে
বীজ পোঁতো না কেন, ততই ঘুমিয়ে পড়বে সভ্যতা, নেহাত বাজি না রেখেও হারিয়ে যাবে ভালোবাসা।
স্পর্ধা
"কবিতার শব্দগুলোকে নরম ফলসার মত
ভেলভেট বিছানায় রেখে ঘুমিয়ে পড়েছিলে যারা,
অবাধ্য অক্ষর মিছিলের শ্লোগানে শুনে নিও
সীমাহীন স্পর্ধার পরম্পরা -"
এরপর আর ঘুম পাবে না তোমাদের -
পেরেক পোঁতার শব্দ
সম্পর্কের ফলন, উদ্গমনের স্বপ্ন ঘোর
অবান্তর ঝোপ, কোপ এবং পূর্ণ সংকেত,
কেন্দ্রীয় শাখা বিন্যাসেও অবোধ্য পথ নির্বাচন
ভেজাল আঁস্তাকুড় পর্যন্ত বিস্তৃত ভাঙা ঘুম
নিছক পর্যটন নয় শিরা উপশিরায়।
পায়ের হাড়ে পেরেক পোঁতার শব্দ বাজে
তথাপি জানালা বন্ধ নিঃঝুম ঘর গৃহস্থালির
আর খোলা দরোজায় হেলানো নিটোল রাত্রি।
নপুংসক পুরুষেরা সিঁড়ি বেয়ে বেয়ে ক্রমশঃ
আরো ঘন দুঃসময়ের দিকে নেমে যাচ্ছে!
দৃশ্যান্তরে তর্জনীতে খবরটা ঝুলিয়ে
সারা পাড়া ক'রে বেড়াচ্ছে মেয়েটা।
একটি মন্তব্য পোস্ট করুন