শীতের গল্প
সময় আঁচড়ানো মাটির
স্তরে স্তরে –
বনানী উদ্যানে পাতাহীন
শুকনো গাছের ডালে
প্রকৃতি-জীবন চরিতের পাতায় পাতায়
দীর্ঘ-নিঃশ্বাসের গল্প।
রাঙ্গা গোলাপের অপ্রস্ফুটিত
শুকনো কলির গায়ে জড়িয়ে থাকা
মাকড়সা জালে
বরফের নতুন সুতো ঝুলছে
উত্তর মেরুর বনহংসের ঝাঁক
শরতের উপকূলে বিশ্রাম নিয়ে
উড়ে গেছে দক্ষিণের মেরু প্রান্তের দিকে
গ্রীষ্মের জীবনের উষ্মার খোঁজে
আকাশ কুয়াশাচ্ছন্ন–
আমার মনের বনহংস
অহর্নিশি উড়ছে– স্নেহের উষ্মার খোঁজে
রৌদ্রোজ্জ্বল নদীর বুকের চরে
কাশবনের ছায়াতে
পল্লীগীতি শুনে শুনে
বিশ্রাম নিতে–।
শীতের নিঃশ্বাস হিমের
গুড়ো হয়ে আকাশে উড়ছে।।
একাকী
সাগর তীরে
উদ্বাউল ঢেউ এসে
ক্ষণিকের আলিঙ্গনের শেষে
আবার ফিরে যায়
মহানীল সাগরের বুকে।
এক নীলাকাশ
সাগরের তীরের উঁচু পাহাড়
একাকী নিস্তব্ধ, নির্জন
আকাশ পানে তাকিয়ে–
দুজনার মিলন অসম্ভব, অবাস্তব
ছাড়ে শুধু অতৃপ্ত দীর্ঘশ্বাস।
আমার দৃষ্টি জানালার বাইরে
কুয়াশা মাখা আকাশ
যেন নিঃশব্দ একটি কান্না
একটি পাখি উড়ে গেছে
দিগন্তের দিকে
নিঃসঙ্গ, একাকী
একটি মন্তব্য পোস্ট করুন