ঝুমঝুমি 




১.
১ফর্মায় আকাশ আঁকতে চেয়ে
বাঁশের শরীরে নেই সামর্থ্য 
শূন্য ফাঁপা
যন্ত্রণা 

১ফর্মায় গোটা আকাশ লুকোতে
একটা মোবাইল 
নুনজল ইনোর উপাচার

তখন কলকে সেজেদিলেন ঈশ্বর
ড্র করতেই ছুটির ঘন্টা 
আউটডোরে নিমগ্ন দাঁড়িয়ে 
কৃষ্ণচূড়া বোঝেনি এসব কথার ভৌগোলিক আঁচ 

সে বায়োলজি বুঝতো আর কেটেকুটে 
ডেকে আনত বৃষ্টিদের~




২.
ডিমাই সাইজে ঢাকা আকাশ
কয়েক ফোঁটা 
চাতকের গলায়

মাছের কাঁটায় 
বেড়ালের আভিজাত্য~
বিভাগীয় তদন্তে এসব প্রতিফলন

ঘনিষ্ঠ সুতোয় আঁকা আপেল 

সব জেনেশুনেও আকাশ 
লুকিয়েছিল
এসব গল্পের ভেতর 




৩.
আগুনের প্রলভনে
ঝাড়বাতি সাজলে
কাতর অন্ধকার ~

ছাই চাপা
পাতায় পাতায় 
এগিয়ে চলেছে স্পন্দন 

বুকের ভেতর 
গুপ্ত আগুনের অঙ্গিকার ~





৪.
সুতরাং দেহ ছাড়া মন
আধার ছাড়া জল!

মৌসুমি এলেই 
জলের ওপর সব হালকা সম্ভব~
গভীর আরও 
আরও গভীর 

শরীর ছাড়া সৌন্দর্যের 
আইডি ছিল না বিকল্প 

তথাকথিত কল্পনার
বাস্তব রূপান্তর

তারপর ~






৫.
চলুন একটু বদলে 
একেবারে আনকোরা 
নতুন ছাঁচ ~

যেন কারও চেনা জানা মনে হওয়া থেকে দূর 
একটি স্টেশন ~

বিস্তৃত বুকের জলে মাছ~

একটা ছিপ মাছরাঙার প্রতিকূল
সাম্যবাদের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ ~





৬.
অথচ রঙিন নেশায় 
এই ডুবন্ত জাহাজ

কাল্পনায় মরিয়া এক নাবিক~

হয়তো কোনো সম্ভবের কপাট
তবুতো অসম্ভবের আলোয় দৃঢ~

এবং গিঁট খুলে গেলে প্রাণবায়ু আবার 

স্বচ্ছ আয়নায় এসে উদ্ভাসিত 






৭.
অস্পষ্ট বাঁশির মতো কথাবলা
আঁকতে আঁকতে ট্রেনটি ~

এসব অনুযোগ ফুটে উঠলে তুলির ছোঁয়াই
কথা বলে জ্যোতির্ময় 

সে শরীর দিয়ে রপ্ত করে অনুবাদ 
বন্দী মনের জানালায়
তাকালেই ~
ছায়ারা হাঁটে সূচ ও সুতোয় 

এবং... 






৮. 
এই ৮টি ঝুমঝুমি 
ঝুমুর থামলেই 
ঘনঘন ~
জন্মদিনের সুগন্ধ নিঃশ্বাসে

তাল লয় ছন্দ ও দ্বন্দ্বের খেলায়
একটি ত্রিভূজের ত্রিতাল 
তবলার অন্তরে মর্মর

সুড়সুড়ি দিয়ে ঘাড়ে উঠতেই 
ছায়াটির বিরহ

৮টি ঝুমঝুমি তখনও নাছোড় ~

একগুঁয়ে আমাদের মুখোশ নিয়ে খেলছে ~




আমিনুল ইসলাম 




Post a Comment

নবীনতর পূর্বতন