ঝুমঝুমি
১.
ফর্মায় আকাশ আঁকতে চেয়ে
ফাঁপা বাঁশের শরীরে যন্ত্রণা
লুকোতে আকাশ
মোবাইল নুনজল ইনোর উপাচার
ঈশ্বর কলকে সাজলেন
ড্র করতেই ছুটির ঘন্টা
আউটডোরে নিমগ্ন দাঁড়িয়ে
কৃষ্ণচূড়া বোঝেনি এসব কথার ভূগোল
সে বায়োলজি বুঝতো আর কেটেকুটে
ডেকে আনত বৃষ্টিদের~
২.
ডিমাই আকাশ
কয়েক ফোঁটা চাতকের গলায়
বেড়ালের আভিজাত্য
তদন্তের প্রতিফলন
বিভাগীয় মাছের কাঁটায়
ঘনিষ্ঠ আপেল আঁকা সুতোয়
গল্পের ভেতর সব জেনেশুনেও
আকাশ লুকিয়েছিল
৩.
আগুনের প্রলভনে
ঝাড়বাতির কাতর অন্ধকার
ছাই চাপা স্পন্দন
এগিয়ে চলেছে পাতায়
অঙ্গিকার আগুনের
৪.
সুতরাং দেহ ছাড়া মন
আধার ছাড়া জল
মৌসুমি এলেই
হালকা সম্ভব জলের ওপর
গভীর আরও
বিকল্প অবয়বে
তথাকথিত কল্পনার
বাস্তব রূপান্তর
৫.
একটু বদলে
একেবারে আনকোরা
চেনা জানা মনে হওয়া থেকে দূরের স্টেশন
জলে বিস্তৃত মাছ
মাছরাঙার প্রতিকূলতা
সাম্যবাদের দিকে হাঁটছে হঠাৎ
৬.
অথচ রঙিন
জাহাজের ডুবন্ত নেশায়
মরিয়া নাবিক
হয়তো কোনও
অসম্ভবের আলোয়
আয়না দেখছে
৭.
আঁকতে আঁকতে ট্রেনটি
অস্পষ্ট বাঁশির কথামালা
অনুযোগে তুলির জ্যোতির্ময়
শরীর অনুবাদে রপ্ত
সূচ ও সুতোয় হাঁটে বন্দী ছায়ার জানলা
৮.
ঝুমুর থামলেই
জন্মদিনের ঘন নিশ্বাস
তাল লয় ছন্দের ত্রিভূজ
তবলার অন্তরে মর্মর ত্রিতাল
ছায়াটির বিরহ
৮টি ঝুমঝুমি
একগুঁয়ে আমাদের মুখোশ নিয়ে খেলছে
একটি মন্তব্য পোস্ট করুন