বহুমুখী চক: তরাইঅরণ্য
তরাইঅরণ্য খুব মনে পড়ে শীতকালশুকনোপাতার জমানো দীর্ঘশ্বাস
খুব গভীরে চলে গেলে
মনে হতো এর চেয়ে আদিম আর
কিছুই হতে পারে না
শিমুলবাড়ি ছাড়িয়ে গেলেই ঝনঝন
টিফিন ক্যারিয়ারে বন্ধুরা সাইকেলে
সবুজপাতাবন চাবাগান হাতি-চিতা গন্ধ
গাড়িধুরা এসে দুহাতে দুরাস্তা
দুরাস্তাই চড়াই গিয়ে ঠেকে শেষে
বালাসনের বুকে বিধ্বস্ত পাথরের স্তূপে
আমাদের পিকনিক শেষে বসা দুধিয়ায়
দুরাস্তা শুধু নয় বন্ধুদের জীবনে
প্রতিটি মানুষের জীবনে
অজস্র রাস্তাই খনন চলে প্রতিদিন এখনও
একটি মন্তব্য পোস্ট করুন