মিস তুলতুলাইয়া, ভুলভুলাইয়া ও আম্পায়ার

তারপর উনি বিউটি পার্লার থেকে সমপদী বেরিয়ে এলেন...
ডায়েটে শুকোবেন, রোদে নয়...
ভ্যানিটি ব্যাগ থেকে রোদচশমাটা বের করলেন... 
মোবাইলে দুবার প্যাকনা করলেন... 
অভয় মুদ্রায়  অটো দাঁড় করিয়ে উঠে পড়লেন...ব্যাস্।

গত তিন-চার ঘন্টা ধরে এই মিস তুলতুলাইয়াই যেন বারবার পার্লার থেকে বেরিয়ে এলেন! 

ব্যলকানি থেকে ফিরে ... 
কাকা আবার টিভিতে পালাজ্জোর পাশে  বসে গেলেন... 
হাইলাইটস... পাঁচ দিনের টেস্ট! 

বলটা একটা চেনা গাছের
বড়ো আর সুনিবিড় ছায়ায়  সামনে দিয়ে দুবার লাফিয়ে চলে গেল... হুস্... 
এক্কেবারে ভুলভুলাইয়া মাঠের উসপার! 

তিনি নেমে গেলেন... 
কিন্তু এবার আর রোদচশমা বের করলেন না... ছাতা মেললেন...আরিব্বাস! 

আম্পায়ার বেল তুলে নিলেন... 
এখন চা-পানের বিরতি...







অতনু রায়

Post a Comment

নবীনতর পূর্বতন