মৃত ঈশ্বর                         

কারা আসে
কারা যায়
পড়ে থাকে স্মৃতির বেলাভূমি
একে একে ঊষর বেলাভূমির সব ব্যথা কিংবদন্তী হয়ে যায়      ।।


ফিরে আসে বিষণ্ণ দিন
প্রদীপের আঁধারে পড়ে থাকে মৃত শৈশব
চাঁদ পোড়ে ক্ষণিক মায়ায়
পুড়ে যায় মায়া। পুড়ে যায় অসবর্ণ কথার বিলাপ      ।।


তবু কথা হয়
কবিতার পাতায় লিখে রাখি সুখ। সব সুখ হয়ে ওঠে বাবরের কান্না      ।।


জীবন ও মৃত্যুর খোঁজ করি প্রতিদিন
হাত ফসকে পড়ে যায় সময়
আমি হয়ে উঠি মৃত আত্মা। আমি হয়ে উঠি মৃত ঈশ্বর     







হামিদুল ইসলাম

Post a Comment

নবীনতর পূর্বতন