দহন  

তোমরা এসেছ জানলে দু-পা এগিয়ে যেতাম 
খুব দেরি করে শব্দ পৌঁছায় এখন 
তবুও দরজায় গিয়ে দাঁড়াই 

বসো, দু-একটা শব্দ দহন করি  
(অন্তর গহন জুড়ে)
তারপর ঠোঙায় মুড়ে ফেলে দেব 
জাল কৌটোর ভিতর   






নিশান 

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কয়েকটা গাড়ি গেল হর্ন দিয়ে আমি তার থেকে বেশ কয়েক হাত দূরে 
হেঁটে গিয়েছি তবুও গায়ে ছিটিয়ে দিয়েছে নক্ষত্রের পাললিক স্তর সমূহ 

হেঁটে গেছি উপেক্ষা করে হাঁটতে হাঁটতেই বুঝেছি কোনো পথ ততটা নিরাপদ নয় 
নিশ্চিন্তে হেঁটে চলার জন্য 

যেকোনো সময়ই গায়ের ওপর উঠে আসতে পারে গাড়ি পথচারীর দোষ বলে নিশান উড়তে পারে 
হাওয়ায়  







পলাশ দাস

Post a Comment

নবীনতর পূর্বতন