গৃহপরিচারিকার কালো বেড়াল
আমাদের বাড়ির গৃহপরিচারিকা মেয়েটি
সাদা ছাই হাতে কলপাড়ে যাচ্ছে বাসন মাজতে।
যেতে যেতে হাসতে হাসতে জানালো
কালো বেড়ালে সাদা রং করবে সে।
দেখি, বাসন মাজার ফাঁকে হঠাৎ তার কোল থেকে
একটি কালো বেড়াল লাফ দিয়ে পালাল।
ঠিক তখন আমার দিকে তাকিয়ে মেয়েটি বলল,
কালো বেড়ালটারে সাদা করে দিচ্ছি তো
তাই লজ্জায় পালাল ব্যাটা।
ওর হাতের দিকে তাকিয়ে দেখি—
আমাদের ভাতের হাঁড়ির পেছনের কালো দিকটা
একদম পরিস্কার।
এভাবেই প্রতিদিনই সকালে
আমাদের গৃহপরিচারিকা মেয়েটির কোল থেকে
একটি কালো বেড়াল লাফ দিয়ে পালায়।
শীতকাল
সবজিবাজারের অসংখ্য সবজির ভেতর থেকে উঠে এল এক নারী
দেখি, শরীরের ভাঁজে ভাঁজে তার জড়ানো সবুজ শাড়ি।
বলল, আমাকেই নিয়ে চলুন
খুব করে সাজিয়ে দেব আপনার খাবার টেবিল।
দর মিটিয়ে বাড়ি ফিরে
এই আমি লোভে লোভে খুলতে শুরু করলাম
একটার পর একটা তার সবুজ শাড়ির ভাঁজ।
শাড়ির সমস্ত ভাঁজ খুলে দেখি ফ্লোর জুড়ে পড়ে আছে শুধুই সবুজের পোশাক।
বিছানাই শরীরই নেই।
শুনেছি, পৃথিবীর সমস্ত কামার্ত পুরুষের চোখে
দৃশ্যের শূন্যতা এঁকে দিয়ে
এভাবেই আসে নাকি বাঁধাকপিদের শীতকাল।
একটি মন্তব্য পোস্ট করুন