(অলংকরণ: বিপ্লব দত্ত)





ঋতুস্নান         

         
নির্জন দুপুরে 
তোর বাসরে
কাঠফাটা রোদ্দুর 
গরম বাতাসে তোর ঘামের গন্ধ পেয়ে 
আমি দাঁড়ালাম, ঋজু আমি 
দৃঢ় আমি 
তোর গোপন দরজায় 
ঝরলো আমার ঘাম
আমাদের আজকের অভিসার করলো
কালাতিক্রমন।






ভরা বর্ষায়
মন মামলায়
তোর শাপলায়
ডুবলাম আমি
তোর মনের বদ্বীপে
নিষিদ্ধ কামনায়
আর একবার আজ আমার 
রাত্রিযাপন।






তোর শরীরের রঙ আকাশ নীল
হালকা মধুগন্ধী হিমেল হাওয়ার মতো
তোর গায়ের গন্ধ
আঠালো মিঠে মধুর মত 
গড়িয়ে পড়লি তুই
আমার উপর 
আজ আবার আমাদের রাতবাসর
মধুগুঞ্জন ।

        




তোর ছোঁয়া
হেমন্তের শিশিরের মতো ভেজা
তোর শরীর 
হালকা ভেজা ঘাস,
ভোরের আকাশ
আমার পাশে তোর 
আজকের ভোরবেলা 
রতি সুখের পরের অনুভুতির
অনুরণণ।

      

    


আমার শীতপোশাক তুই
তোর ওম 
তোর আদর
আমার বিছানা
তোর শীতে 
আমাদের আজ সহবাস
পাপস্খালন।

  

       

পালাবদলের মধুমাসে আজ
তুই আছিস আমার পাশে
আসঙ্গলিপ্সায় 
জলসুখ সহচরী
তোর জলে ডুবে
আমাদের আজ ঘাটশ্রাদ্ধ 
তিলতর্পণ ।






দিবাকর পুরকায়স্থ        

Post a Comment

নবীনতর পূর্বতন