এমন কিছু নেই যা সে পারে না
পাহাড় ভাঙতে ভাঙতে দেখাতে পারে মরুভূমি ও ঝরনা।
হাজার বছরের ভারী পাথর টুকরো টুকরো করে
ছড়িয়ে দিতে পারে সোনালি ফসলের বিস্তীর্ন ক্ষেতে,
মৃদু অথবা মুখর শব্দে।
কঠিনতর মাটি খুঁড়ে অনায়াসে
দেখিয়ে দিতে পারে সে পৃথিবীর গভীরতম ঘরের
বিবর্ণ অথবা রঙিন ইউটেরাস,
উঠিয়ে আনতে পারে ইতিহাস অন্ধকার ও আলোর উল্লাস।
সেই উঠে আসা মাটি দিয়েই সে অনেকটা উঁচু করে দেয়
রুপকথার দিগন্তহীন নরম তেপান্তরের মাঠ।
আসলে এতক্ষণ আমি জে সি বি-র কথাই বলছিলাম।
জে সি বি এবং কবিতার কথাও
একটি মন্তব্য পোস্ট করুন