(অলংকরণ: বিপ্লবে দত্ত)






সুইসাইড পয়েন্ট

একটা সুইসাইড পয়েন্ট। গুটিশুটি অপেক্ষা। তারপর  সব ভেদরেখা ধুয়ে মুছে স্থিতি। রক্তে পালক খসা গানের ধ্রুপদ। তারে তারে মেলে দেওয়া মুক্তির কবুতর। সমস্ত মুহূর্ত তখন ব্রাহ্ম। কণা কণা আলোর প্রার্থনা। পঞ্চভূতে লীন হওয়া আনন্দধারা। ডানা ছড়ানো মায়া একটু একটু করে গুটিয়ে রাখে আয়ুরতি।

পলেস্তারা সরে যায়। শুধুই কাঠামোটি। পাশে ছড়িয়ে থাকে ফুলের আলিঙ্গন, স্মৃতির হাহুতাশ। জেনগন্ধ ধূপের আকাশে সফেদ ডানাঘুম।
ডিসেকশন টেবিলের চারপাশে জিন পরীরা। তাকিয়ে থাকে ভাঙা চোয়াল, সাদা ঠোঁট, কৌলিন্যহীন খুলি। রেডিয়াস আলনায় কোনো বর্ণভেদ নেই। শার্টের পকেটে কিংবা ব্রা'য়ের স্ট্র‍্যাপে ব্র‍্যান্ডেড লোগোর অস্ফুট অহংকারও নেই। সময়ের ধুলো ফিনকি ওড়াচ্ছে  ফাঁপা পাঁজরে।







মন্দিরা ঘোষ

Post a Comment

নবীনতর পূর্বতন