তিনটুকরো মেঘ
১.
নীরবতা যদি কাম্য হয়, ওহে অন্তরপুরবাসিনী,
তবে এসো, সকলেই বসো এখানে।
এখানে ক্রমাগত ক্ষয়ে যাওয়া চাঁদ; বিপর্যস্ত,
সেখানে কেবল নষ্টনীড়; অঝরে মৃত্যু ডাকে।
২.
কী গুজব ছড়িয়েছে স্থান থেকে স্থানান্তরে,
অকারণ জটিলতা হাওয়াদের মনে।
ওরা কি বুঝেছে সত্য, এ সবের পরিসর?
কে ঢেলেছে বিষ আপনার পরাণে!
৩.
তোমার দৃষ্টি অধরা, দূরে কোনো মেরুরেখা
চেয়ে আছে নিশ্চুপ,
দেখি বাঁধভাঙা স্রোত; নিরন্তর।
তুমিও দেখ অজানা আবাস, ফুটফুটে জোছনা,
আমি দেখি খোলা অবয়ব, অবগুণ্ঠন প্রান্তর।
একটি মন্তব্য পোস্ট করুন