১|
তোমাকে দেখার পর...
তোমাকে দেখার পর কিউবা চিনেছিলাম রাতে
কারাকাস হয়েছিল নিখোঁজ
আমি চালসা পেরিয়ে তখন অনেক দূর সোঁদা পা-এ
বোরো শিশুগুলো হলুদ শাড়িতে
কোমর দোলাচ্ছে অতল গহীনে
যেখানে তুমি, বন্যদের উপহার দিচ্ছ আমার নাম
এরপরও;
তোমায় দেখার পর
কিউবা চেয়েছি রাতে,আর
আয়নায় self report card
কে যেন বলেছিল বেহায়া হোতে হবে,
কে যেন বলেছিল মুক্তি চাইলে কিউবা ছাড়তে হবে
শুনিনি...
সারা পৃথিবী জুড়ে যখন ভোজবাজি চলে,
সমস্ত আকাশে রক্তের সমাহার,
অ-গণিত তারাদের মাঝে mars
নিঃশব্দে মদ্যপান করলে
দু'হাতে জোনাকি লালন করি
আর একবার তোমায় দেখব বলে, অথচ
চুপিসারে চলে যাও কিউবা নিয়ে,
জামার বোতামে বন্দি থাকে
তুমি নির্মিত স্বাধীনতা, কেবল দাও
তেজপাতা রঙা বিষাদ, যা হঠাৎই
কার্বন চেনায় আমার ট্র্যাকিয়াকে
অন্ধকার মাজার আগে
আমার সাদা কুর্তিতে গ্রহণ আসলে
তোমার নজর
অপারেটিংয়ে ব্যস্ত
নতুন উপগ্রহ দেখার আশায় ...
২|
কারাকাস হয়েছিল নিখোঁজ
আমি চালসা পেরিয়ে তখন অনেক দূর সোঁদা পা-এ
বোরো শিশুগুলো হলুদ শাড়িতে
কোমর দোলাচ্ছে অতল গহীনে
যেখানে তুমি, বন্যদের উপহার দিচ্ছ আমার নাম
এরপরও;
তোমায় দেখার পর
কিউবা চেয়েছি রাতে,আর
আয়নায় self report card
কে যেন বলেছিল বেহায়া হোতে হবে,
কে যেন বলেছিল মুক্তি চাইলে কিউবা ছাড়তে হবে
শুনিনি...
সারা পৃথিবী জুড়ে যখন ভোজবাজি চলে,
সমস্ত আকাশে রক্তের সমাহার,
অ-গণিত তারাদের মাঝে mars
নিঃশব্দে মদ্যপান করলে
দু'হাতে জোনাকি লালন করি
আর একবার তোমায় দেখব বলে, অথচ
চুপিসারে চলে যাও কিউবা নিয়ে,
জামার বোতামে বন্দি থাকে
তুমি নির্মিত স্বাধীনতা, কেবল দাও
তেজপাতা রঙা বিষাদ, যা হঠাৎই
কার্বন চেনায় আমার ট্র্যাকিয়াকে
অন্ধকার মাজার আগে
আমার সাদা কুর্তিতে গ্রহণ আসলে
তোমার নজর
অপারেটিংয়ে ব্যস্ত
নতুন উপগ্রহ দেখার আশায় ...
একটি মন্তব্য পোস্ট করুন