গভীরে যাবার জন্য

চশমার ভাঙা কাচ নিয়ে 
দুঃখিত মানুষের অন্ধকারে
সাঁতার কাটা শিখে নিতে চাই

শিখে নিতে চাই  মরুভূমি পার হয়ে 
নগ্নপদ পাফনুশিয়াসের থেইস উদ্ধার--
থেইসেই আত্মনিমজ্জন

এছাড়াও সম্পুর্ণ নিস্তব্ধতা বুকে করে
কিভাবে বাস করা যায়

এগুলো নাহলে সেই টর্চটা পাবোনা
যা আমাকে নিজের গভীরে যাবার
পথ দেখাবে ।।








দেশ তুমি ভুলেছ আমাকে

ফ্যাকাশে মৃত্যুর রঙে জারিত
আমার জীবনে 
এক অসাড় উপল খন্ড তুমি

তোমার বিপ্রতীপমুখীনতা 
ইন্দ্রিয় আর  প্রত্যঙ্গগুলি
একে একে গ্রাস করে

তুমি তাঁদের নিয়ে 
সেরিব্রাম-ডাস্টবিন থেকে
পাঁজর বন্দী হৃৎপিন্ড কিম্বা
বৃক্ক-- যকৃত—অগ্নাশয়ের
দুর্ভেদ্য জঙ্গলে নিজেকে খুঁজে বেড়াও

আমি ওই উপল  খন্ডে কান পেতে
তোমার গোঙানি শুনি ।।







নবপত্র

তুমি পৌষের মাঝরাতে 
শিলিং ফ্যান চালিয়ে দাও
ছাদ থেকে বালিগুঁড়ি শীত ঝরে

তাপের সমতলে পরম 
আনন্দে কাটে আমাদের
অকলুষ রাত

অন্তরের বিচ্ছুরণ নিয়ে পেন্ডুলাম 
হেঁটে যায় সকালের দিকে ।।







বিমান কুমার মৈত্র

Post a Comment

নবীনতর পূর্বতন