পাপের জাহাজ

পাপের জাহাজে চড়ে মানুষ 

রজনীগন্ধা ছড়িয়ে দিচ্ছে কফিনের চারপাশে  ,

লতিয়ে উঠছে উলঙ্গ ভাবে দাঁড়িয়ে থাকা এক একটা সভ‍্যতা।


কি মুমূর্ষু ভাবে বদলে যাচ্ছে সব

মানুষের তৃষ্ণার্ত চোখে প্রচণ্ড জ্বর 

ওরা জাতীয় সংগীত গেয়ে 

গীতা পড়ে 

কোরআন  পড়ে 

শান্তির তীব্র বার্তা বলতে পারেনি 

বলতে পারেনি 

আমরা কেউ হিন্দু  না 

আমরা কেউ মুসলিম না 

আমরা  মানুষ।


পাপের জাহাজে চড়ে মানুষ 

ঈশ্বর খুঁজছে 

মসজিদ থেকে মন্দির 

মন্দির থেকে মসজিদ ।








গাছ

একটা মানুষ যখন গাছ হয়ে যায় 

ফুল ফুটে ,ফল হয়, ছায়া দেয়

মানুষ  আসে, বিশ্রাম নেই 

আমাদের জীবন 

অনেক ক্ষুদ্র  

অথবা বৃহত্তর 

যে গাছ হতে পারে

 তার সাথে মাটির সম্পর্ক 

বর্ষায় ভেসে উঠা নদীর মতো সরল 

যে গাছ হতে পারে না 

তাদের জীবন বড্ড কঠিন 

ঠিক একটা শুকিয়ে যাওয়া নদীর মতো  ।






আব্দুল রহিম

Post a Comment

নবীনতর পূর্বতন