ভাত

১)  সম্পর্কের ভেতর একটা মরা নদী প্রায়ই  দীর্ঘনিঃশ্বাস  ফেলে
এক্কা-দোক্কা খেলতে খেলতে পার করে দিই অসুখের বারবেলা
ভাতের হাড়ির নীচে স্বপ্নগুলোকে জ্বালানীর মত দাউদাউ করে জ্বলতে দেখি
দু দানা ভাতের জন্য পুরনো গীটার এখন ম্যাপেল কাঠ৷

২) রাস্তার দুধারে আমার পূর্ব পুরুষেরা গাছ হয়ে দাঁড়িয়ে আছে
প্রতিদিন আমি তাতে জল দিই সার দিই
নিকোটিন লেগে থাকা আঙ্গুলের ফাঁকে জমে থাকে পাপ
তবু হাড়িতে ফুটতে থাকা ভাতের শব্দে মালকোষ বেজে ওঠে৷


৩) আয়নার সামনে দাঁড়ালে ক্রমাগত দৃশ্য বদল হয়
  অতীতকে বিবস্ত্র করলে আঁচড়ের দাগ স্পষ্ট হয়ে        ওঠে
প্রতিবেশী বারান্দায় চাঁদ এলোমেলো খেলা করে বেড়ায়
মধ্যযাম পার হলে জুঁইফুলের মত হাড়ির ভাতগুলো থেকে  ক্রমে মদের মত গন্ধ ছড়াতে থাকে৷






রাজশ্রী বন্দ্যোপাধ্যায় 

Post a Comment

নবীনতর পূর্বতন