চোখ :-
সেমিকোলনের ঝর অন্ধকার নিয়ে আসে
একাদশীর চাঁদে লেগে আছে বিস্কুটের শেষ বোঝাপড়া
আমি বুঝে ওঠার আগেই
কৃষ্ণের বিবাহবার্ষিকী পালনের ধুমে
নির্জন নিদ্রায় ছেদ--
দিগন্তরেখায় মিশছে
নব্বই দশকের আহত দুটি চোখ
ভুলে গেছে স্বপ্নের সংজ্ঞা ।
একটি মন্তব্য পোস্ট করুন