যুদ্ধ নয়, স্বর্গ অথবা নরক করো

["কখনও না-ভালবেসে, বরং যুদ্ধ করুন। "
-- এডলফ হিটলার]
                   

["নরক হলো ভালোবাসতে না পারার যন্ত্রণা।"
--দস্তয়ভস্কি]





তিনি অন্তত একটা ব্যাপারে সৎ ছিলেন-- 
সারা জীবন ধরে যুদ্ধ করেছিলেন। 



কাওকে ভালোবাসেননি, 
এমনকি-- 
ওনার  প্রথম ইহুদি প্রেমিকাকেও নয়! 



তিনি ঈশ্বরকে  ও নিজেকে--  
মাথায় একটা ঠান্ডা  ধাতব নল লাগিয়ে-- 
খুন করেছিলেন। 



সম্প্রতি, স্বর্গ ও নরক দু'জায়গা থেকেই 
এস এম এস এসেছে--
"হিটলার এখানে নেই"





চন্দ্রাভিযান                  

এই দেখো পৃথিবীর গা-- 

সবটা জুড়ে লেগে  আছে 
মনুষ্যেতর বিষ্ঠা!

মাটি চাপা দিতে দিতে 
এই পৃথিবীর সব মাটি ফুরিয়ে গেছে! 


এতো ধর্ম, এতো কাব্য, এতো ছবি, 
এতো যে দর্শন, 
এতো 'রণ-রক্ত-সফলতা', 
রাষ্ট্রীয় পায়রা ওড়ানো বা পায়তারা কষা-- 
তবুও এভাবেই শেষে 'পৃথিবীর ক্রমমুক্তি' হল! 

             
পৃথিবীর মৃত্যুতে, 
এবার তবে চন্দ্রেই --
সাত দিনের, শীততাপ নিয়ন্ত্রিত,
আন্তর্জাতিক শোক পালন করা হোক! 
চন্দ্রযান তৈরি--যাওয়া যাক! 





অতনু রায়

Post a Comment

নবীনতর পূর্বতন