একগুচ্ছ চূর্ণ-কবিতা



 

১.
একতারা 

একা মানুষ, একটি তারা 
আর একলা, অনেকদিন 
স্নান সেরে, শালুতেই গা মুছি 
একাকী ঈশ্বর 





২.
দোতারা  

সহসা ফিরে যাই 
যদিও, ফেরা অফুরান 

সবই তো আদ্যানদী
আগুন আর জল, 
জল আর আগুন সকল




৩.
সরোদ

সরোদও নেবে না আমাকে 
এতটাই অশান্ত আমি 

শান্তির ঘরে, ঘুমিয়ে পড়ে শান্তির-বৌ 
আমি শুধু একা একা, 
ঝংকারে ঝিকমিক 





৪.
সারেঙ্গী 

স্বর আছে, সার নেই 
সারেঙ্গীসাধক নিয়ে গেছেন সারাবেলা

অবেলায় আহির ভৈরব 
কালবেলায় হেঁটে যান,
কালো কৃষক আমার 





৫.
সেতার 

সে, তার নয় 
তারও হয়নি সে, কোনোদিন 

তবু তিনটি মানুষ এ ওর কথা ভাবে 
তবু তিনটি মানুষ, এ ওর কথা ভেবে
        কাঁদে









পল্লব গোস্বামী

Post a Comment

নবীনতর পূর্বতন