১টি বিপরীত বিগব্যাং ও তারপর 

বরফের পাটাতনে  সিঁড়িহীন মেঘের ব্যান্ডেজ

সরাইখানা
আসা-যাওয়া
প্রসাবাগার। পৃথিবী পচা গন্ধ
(কুয়াশা-জিহ্বা)য় শ্বাপদ শকুন

কোষে-কোষ // ঘর্ষণ-কর্ষণ
মৃত পাইথনের মহাজাগতিক (ওড়া || ওড়ি)
পাদপ্রদীপ 
                  পেছনে মহাশূন্যের মতো ১া!

এই প্রাণ প্রচলিত মিথ্যে
       নিয়মিত পুড়ে যাওয়াই 
                                                                            বেঁচে থাকার প্রামাণ্য মানে









ইহিতা এরিন

Post a Comment

নবীনতর পূর্বতন