কাব্যকথা  

আমার যণ্ত্রণা প্রসূত মস্তিষ্ক থেকে বেরিয়ে
আসে নীল বর্ণ শৃগাল , কাঁচা 
হলুদ রং গিলে
করা পাঞ্জাবী আর আনকোরা সকাল । 

সবুজ পাতায় লেখা ইষ্টনাম কার্যত কতটা
সম্ভব , অঙ্কে মেলে না হিসেব , পূর্ণিমার চাঁদ
জানে চাঁদ বেনের নৌকা চলাচল ‌‌।

' বাণিজ্যে বসতে লক্ষ্মী ' এ প্রবাদ মধ্যযুগে
হয় নি বাস্তব , সবটাই ছিল নাকি মনসা-কৌশল ।

এ সবই যন্ত্রণা প্রসূত সে যুগের কাব্য বিলক্ষণ ।









স্থিরবিন্দু  

যোগ বিয়োগের খেলায় কোনো কম্পাঙ্ক নেই
অথচ স্থিরবিন্দুতে কেমন দাঁড়িয়ে আছে ইহকাল
পরকাল । একটু অন্যমনস্ক হলেই ঝরে যাবে
ভবিষ্যৎ এমনই রহস্যময় পঙ্ ক্তি সকল ‌‌।

মাটির থেকে আলগা হবে পা একরাশ সৌহার্দ্য
বিনিময় ও শুভেচ্ছা জ্ঞাপন । কালের প্রবাহে
বিনষ্ট হবে যা কিছু অর্জিত সম্পদ , কিছুই থাকবে
না চিরকাল ।

যোগ বিয়োগের খেলায় কোনো কম্পাঙ্ক ছিল না
কখনও , কেবল স্থিরবিন্দুতে দাঁড়িয়ে থাকা আবহ-
মান ইহকাল পরকাল ।







দীপঙ্কর সরকার


Post a Comment

নবীনতর পূর্বতন