লৌকিক
দূরে দেখা যায় মৃতদেহের নীরবতা, লৌকিক দুঃখ
পায়ের কাছে হালকা বাধা রেখে পথ গেছে সরে
মুখের উপর সুখী রোদে লেগেছে সলতের পোড়া রং
ভিতরে দরজা খুলে আপোশ রেখেছি সংযমে
আসলে এতবার অঘটন, আসলে এত অসহ্য প্রকৃতি ...
মেনে নিতে গিয়ে প্রজাপতির ডানায় জমে শিশির
ভালো কথার রেণু শুধু ভাবনার ভূমিকায় বসে
এও এক ব্যর্থতা, নিজের নরম মাটির খসে পড়া ...
চেনা জানালা থেকে অচেনা স্ফুলিঙ্গ হওয়ার চেষ্টা রাখি
এসব কঠিন বলে মন কচুপাতা, ছোঁয়াহীন স্বপ্ন
দেখানো ভালোবাসায় আকর্ষণ রঙবেরঙের রম্যরচনা
একটি মন্তব্য পোস্ট করুন