বিদায় পর্ব

যন্ত্রণার বুকে হাত ছুঁয়ে ফিরে আসি,
এইতো কিছুটাক্ষণ, মুখোমুখি বসে কবুতর রোদে হিসাব মেলাচ্ছিলাম আমরা,
ছাদে মেলে রাখা নরম অশ্রুগুলো দুজনে ভাগাভাগি করেছি চাকুতে,
আর চোয়ালের নীচে আঙুল রেখে বলেছি,
তুমি ভালো আছো? তুমি ভালো থাকবে?

আজ ফুটপাতে শুয়ে থাকা ভিখারিরা ঘুমায়নি,
বেলফুলমালা বাহুতে জড়িয়ে মিলনরত বেশ্যারা,
আজ চোখ বন্ধ করেছিল আমার শবাধার তৈরি হচ্ছিল বলে,
একখানা কাশফুল ট্রেন এসে দাঁড়াল, কাফনের মত ধবধবে শাদা,
আমার সকল ক্ষত সকল ব্যথার অস্ত্র জড়ো করে তুলে দিলাম তোমার কোলে,
তুমি চলে যাবে....তোমায় তোমাদের চলে যেতে হয় বলে....

শহরটা নদী হয়ে যাচ্ছে দিনদিন,
গরল অথবা সুখী মানুষের বদহজমের বমি আর মলমূত্রে,
আমার মত রাতের অভিসার ভাঙা জানোয়ারগুলো,
ভোর হলেই চেটে নিচ্ছে সেই বমি...পেচ্ছাপ...
মায়ের ভিজে ছেঁড়া শায়ার নীচে উঠোনে বাড়ছে বনডুমুরের ছায়া,
থালায় বেড়ে দিল মা আমার বেরোজগেরে শিরদাঁড়া দিয়ে রাঁধা থুথুর ঝোল,
আমি দেখি না, চোখের ভিতর ফ্রেম হয়ে আছে তোমার লাল গোড়ালি,
চুমুকে গলা দিয়ে নামে অশ্লীল শারীরিক ফেনা ফেনা রস,
গোধূলি ঘিরে আসে, আমি তুলনায় নামি,
কে বেশি লাল? কবজি চোঁয়ানো নোনা তরল,
এই হালাল মোরগের কন্ঠনালীর মত নিভে যাওয়া আকাশ,
নাকি বিদায় পর্বে শাদা কাশফুলে লেগে থাকা তোমার পায়ের ছাপ....।।








সৃজনী নায়েক 

Post a Comment

নবীনতর পূর্বতন