পুঁইপাতা সিরিজ:




পুঁইপাতার মাসতুতো বোন

পুঁইপাতার মাসতুতো বোন পালং,
এ-কথা জানার পরই কুমড়োপাতার মেমরি
হ্যাং। ঘাস বললেন, ওকে
ঝিঙেপাতার বর্ষা না খাওয়ালে সুস্থ হবে না। চলো,
মেঘকুমারীর দোকান থেকে বর্ষা কিনব।






পুঁইপাতার পিসতুতো দিদি

পুঁইপাতার পিসতুতো দিদি শুশুনি,
শুশুনির জ্যাঠতুতো বোন হিংচে। ওরা সেজেগুজে
দুপুরে এসেছে সিনেমা দেখতে। সিনেমার নাম,
ভ্রমরের জ্বর। শুশুনি নতুন MBBS, জ্বর শুনে
সে বের করেছে থার্মোমিটার। এবার ঠিক
ক্রোসিন দেবে। এতে কি তার জ্বর সারবে? যার
ঠোঁটে শুধু চুমু-পদাবলি।






পুঁইপাতার প্রেমিক

পুঁইপাতার প্রেমিক থানকুনি,
MBA করেও চাকরি পায়নি। এখন যদি সে
রাষ্ট্র-বিরোধী স্লোগান ওড়ায়। বারুদের পান্ডুলিপিতে
নিজেই জ্যান্ত যম ওঠে। পুঁইপাতা খুব
একা হয়ে যাবে।






পুঁইপাতার মা

পুঁইপাতার মা কলমি।
সারাদিন সে জলের ওপর জ্বলজ্বল করে। সেই
আলো দেখে মাছেরা খুব নাচতে
থাকে। কলমিলতাকে মৌরলা বলে কালো
জলের নাইটিঙ্গিল।






পুঁইপাতার বাবা

পুঁইপাতার বাবা
বিশল্যকরণী খুঁজতে গিয়ে আর ফেরেনি।
পুলিশ আসে। মাঝরাত্তিরে সারা ঘরে তল্লাসি
করে। পুঁইপাতাটি বড়ো লজ্জায় ছোট হতে হতে
দশমিক। 







পুঁইপাতার ভাই

পুঁইপাতার ভাই
চাঁপাফুলের দালালি করে। সব দুশ্চরিত্র
ভ্রমরের মেল আইডি ওর মোবাইলে। পুঁইপাতা
ওর রোজকারের গন্ধ ছুড়ে দূরে
ফেলে দ্যায়। তারপর সবুজ থেকে আরো ঘন
সবুজ হয়ে যায়। সবুজের বাৎসল্যেই
ঘুরে চলেছে এই পৃথিবী।







সুশীল হাটুই

1 মন্তব্যসমূহ

  1. আপনার প্রতিটি কবিতাই পড়ি দাদা । আপনি সত্যিই কতো কিছুই শেখান আমাকে । প্রণাম নেবেন দাদা

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন