তারপর?  

গাছ কী কখনই তোমার মতো করে 
হেসে দেখিয়েছে  
তারপর জড়িয়ে ধরেছ? 


কিছুটা অভিমান পুষে রাখি  
এই জলের ওপর 
হাওয়ার ওপর 
আকাশের ওপর 
পাখির ওপর...  

বারবার মনে হয় এতো সুন্দর আর সরল 
হওয়ার কোনো প্রয়োজন ছিল কী?   






রাখাল 

এই পথে আলো জ্বালার মতো কেউ নেই 
অন্ধকার গড়াগড়ি খায় 

ফুটপাথ থেকে একটা ছেলে নীল রঙের একটা প্লাস্টিক 
টেনে এনে ফেলল রাস্তার ঠিক পাশে 

খাঁ খাঁ আকাশ লেপ্টে আছে মাথার ওপর 
মেঘের শরীর জুড়ে ভাঙা বাজারের রং 

রাস্তা পাড় হবে বলে একটা শীতকাল অপেক্ষায় 
ট্রাফিক জুড়ে হলুদ সিগনাল জ্বলছে আবার নিভে যাচ্ছে 

নীল প্লাস্টিক উড়িয়ে ধরছে ছেলেটা রাস্তা জুড়ে 
শীতকাল ওপারেই অপেক্ষায় 
অন্ধকার ছেলেটার সমস্ত শরীরে আরও গাঢ় হয়ে লেগে যাচ্ছে 








পলাশ দাস

                       

Post a Comment

নবীনতর পূর্বতন