ঘোড়া

স্বপ্নের স্পেক্ট্রাম ছিঁড়ে কথারা ছড়িয়ে পড়ছে বাতাসে
ঘুমঘোর থেকে জেগে উঠছে অশ্বমেধ-এর ঘোড়া
এখন একটু গ্লুকোজ ওয়াটার-এর বন্দ্যোবস্ত করা দরকার
যদিও সব যজ্ঞ বানচাল হয়েছে তবুও
প্লুতগতিতে হলেও পেরোতে হবে তেপান্তর
রেসকোর্সের দর্শক দীর্ঘা থেকে হাততালির শব্দ গুঞ্জরিত হলে
চাবুকটি আহ্লাদে বাতাসে হাত তুলে নাচতে মগ্ন হয়ে পড়তেই
টুপি নামিয়ে অভিবাদন স্বীকার করতে ব্যস্ত হয়ে পড়ে জ্যোকি
আর অশ্বটি আস্তাবলের দিকে পা বাড়ায় ন্যুব্জ ঘাড়ে। 








রিতা মিত্র

Post a Comment

নবীনতর পূর্বতন