অন্ধজীবন


একজন সুমন ছিল যে মারা গেছে
একজন সুমন আছে যে মারা যাবে
একজন সুমন এখনো জন্মায় নি,

ঘরে ফিরে শুয়ে থাকি পা ছড়িয়ে
তিনজনের দিকে তাকিয়ে থাকি
তিনজনের মাথা নেই
অন্ধহাত হাঁতড়ে চলছে লাঠি বন্দুক অথবা কলম

জন্মান্তরের এই দৃশ্য
পরজন্মে এই দৃশ্য

মাঝে দৃশ্যহীন অন্ধজীবন








লজ্জা 


গত তিনবছরে একটাও কবিতা লিখতে পারিনি
কবিতা না হয়ে উঠা লেখাগুলো
মলাটে সাজাতে গিয়ে
যে নাম দেওয়া হলো একটি সংকলনের
তা কারো পছন্দ হওয়ার কথা নয়
আমারও হয়নি,
এমনকি কেউ যদি ভুল করে জানতেও চায়
সে সংকলনের কি নাম,
আমি সংকোচে বলতে পারি না

তবুও, মনে এই আশা থাকে
শুধু এক মরশুম
সংকলনটা মেলার নির্ধারিত স্টলের
কোনো এক দৃষ্টিগোচর কোনায়
সমালোচকের চোখে ধুলো দিয়ে
শীতঘুমে শুয়ে থাকবে,
তারপর হারিয়ে যাবে
আমাকে যাবতীয় লজ্জা থেকে বাঁচিয়ে

তুমি আমাকে কখনো পড়তেই পারোনি
এই লজ্জা একা একা আমি বয়ে বেড়াবো 










সুমন পাটারি 

1 মন্তব্যসমূহ

  1. Some authorities, similar to Aubespine, have tried to elucidate the severity of the ancient canons against gambling by supposing that idolatry was 바카라사이트 typically connected with it in apply. The items that had been played with had been small-sized idols, or images of the gods, which had been invoked by the players for good luck. However, as Benedict XIV remarks, this could hardly be true, as in that case the penalties would have been nonetheless extra extreme.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন