আবর্জনা
সেলাইছেঁড়া কাপড়ের পুতুল পড়ে আছি আস্তাকুঁড়ে,
বহু পুরনো বিবর্ণ ক্যালেন্ডারের কোন মাস জানে--
কিভাবে চিৎ হয়ে শুয়ে থাকে রোদ,রোদ মাড়িয়ে চলে যায়
কোলাহল এবং হাতঘড়ি।
আর পড়ন্ত বিকেল কানামাছি ফেলে সন্ধ্যের আঁচলে মুখ লুকোয়।
রাত বাড়ে---
একসময় ফুলেদের ঘুম ভাঙে হৈ হৈ পাখির ডানায়--
এভাবেই দিনরাত সেলাই ছিঁড়তে থাকে, ছিঁড়তেই থাকে--
ভুল করে কুড়োয় না কাগজকুড়ুনিও......
একটি মন্তব্য পোস্ট করুন