বিরাগদাহ
সমুখ বলতে, এগিয়ে চলি
অভ্যাসে, বদভ্যাসে
হাঁটুর পিছনে উজ্জ্বল প্রচ্ছদে দীর্ঘ কবিতা বাসর
ঠুংঠাং আলোচনা
সব ভুলে খোদলানো পাহাড়ি পথে
লিখব কিছু খোদাই মাইলস্টোন
প্রাক্তনের দৈর্ঘ্য ভ্রূক্ষেপ ভুলে
আড়াআড়ি তাকালে
এক আনন্দমুখর আহ্বান
তোমার অপেক্ষায়...
যোষিৎবিন্দু
তন্ত্ররস আদিম
নিরলস জীবন-মরণ
আগুনের নিওলিথিক
বেদশ্লোকে ঋণশোধ শতাব্দীর
যা খুশি নাম দাও
সতী সাবিত্রী বা খানকি
তবু
মিলন বিরহে যতেক ভিজেছে যোনি
ছিটিয়েছি তত নাভিজন্ম
নিরন্তর বৃত্তান্তর
জন্ম আছে, মৃত্যু নাই
জন্ম নেই, মৃত্যু আছে
লোকান্তরের শুমারীতে
আমি ক্ষয়হীন
মৃত্যুহীন
শেষহীন মাত্র, নারী
একটি মন্তব্য পোস্ট করুন