মানুষ প্রতিমা কিংবা অনন্তের ডাইরি।
মানুষ প্রতিমাকে অনেক দিন দেখি না, কেনো দেখি না, কী কারন...
ভাবতে ভাবতে আরশি নগর যাই
আমার মতো কেউ আমার দিকে তাকিয়ে থাকে,
শেষবার যখন বইমেলায় তার সাথে দেখা হয়েছিল
হাতে লিটল ম্যাগ দিয়ে বল্লো → | পড় |
এই আমার শেষ কবিতা...
আমি সংখ্যালঘুদের দলে
বাংলাদেশে আমি হিন্দু, বৌদ্ধ কিংবা আদিবাসী
হিটলারের মেরেফেলা ইহুদি আমি
কিংবা এখন ইহুদিরা মেরে ফেলছে যে
মুসলমানদের, সেই মুসলমান আমি
ভারতেও তাই
সক্রেটিস, ব্রুনো, অভিজিৎ সে ত আমি
আমি মানুষ, আমাকে বাঁচতে দাও, ...
(আমাকে বাঁচতে দাও / মানুষ প্রতিমা)
সিগারেটে শেষ টান দিয়ে, আমি মানুষ প্রতিমার দিকে তাকালাম
এক অজানা সংশয়, গোপন ভয় তার চোখে-মুখে
আমাকে বাঁচতে দাও
আমাকে বাঁচতে দাও
চলবে~
একটি মন্তব্য পোস্ট করুন