পৃথিবী হওয়ার গল্প 





সমুদ্র কিনবো কিনবো করে আর কেনা হয়নি -
      বায়না করে এসছিলাম ঝিনুকের বুকে
          সাক্ষী ছিল দর্পণ মুক্ত _ রঙিন শৈবাল 
কিন্তু সেদিন অমাবস্যা ছিল,
        আমি বুঝতে পারিনি জোৎস্না বুকে নিলে সমুদ্র বহুগুণ হয়ে যায় 

এখন কিছুটা বালি আছে আমার,
       সৈকত বানিয়েছি _ 
                সমুদ্র অপেক্ষা 
      



         


জঙ্গল আমার ছোট থেকেই খুব প্রিয়,
       কত অলিখিত জবানবন্দী, হাড়িয়ে যাওয়া শহুরে মেদ__
             চুপচাপ হয়ে আছে পাতাদের ত্রাসে 
                শুধু বাতাস কথা বলে সেখানে -
           সেই আগুন লাগায় - আগুন নেভায়
           
একদিন জঙ্গল কিনতে গেছিলাম সবুজের ঘরে _
          পাখিদের হাট বসে রোজ, বাতাস বিক্রি হয় 

কয়েক পোয়া জঙ্গল হাতে নিয়ে শহরে ফিরতেই দেখলাম জঞ্জাল হয়ে গেল - 








জন্মদিনে মার কাছে একবার পাহাড় চেয়েছিলাম_
      মা হেসে বলেছিল পাহাড়ের মত আগে বড় হও 

বড় হয়ে পাহাড়ের কাছে গেলাম,
        হাজার বছর ধারণ করে থাকা পাহাড় 
        আমার দিকে হাত বাড়াল __ 
               তার স্পর্শে সেরে গেল আমার সব অসুখ 

আমি আরও কঠিন হয়ে উঠলাম, 
         গিলে খেতে শুরু করলাম রোদ আর ঝঞ্ঝা 

গোটা পাহাড়টাই আমার নামে হয়ে গেল একদিন _____ 
          আমার গায়ে জঙ্গল তৈরী হল
          পায়ের নীচে সমুদ্র 

আমি পৃথিবীর কাছে ফিরে এসে বললাম -
      মা দেখো আমি বড় হয়ে গেছি








শুভ্রনীল চক্রবর্তী

Post a Comment

নবীনতর পূর্বতন