কবিতার হাত ধরে
কবিতার হাত ধরে আল-বাঁধা পথে হাঁটছো,
শিশিরে ভিজে যাচ্ছে পা
আর ছোট্ট মেয়েটার মতো উচ্ছ্বসিত হয়ে উঠছে সে।
কবিতাকে হাত ধরে এনে মাঝ পথে ছেড়ে চলে যেও না
সেখানে থমকে দাড়িয়ে থাকবে সে
হারিয়ে ফেলবে পথ।
সন্ধ্যা নামলে ভীষণ ভয়ে কাঁপতে থাকবে সে।
হিজিবিজি টেনে খসড়া খাতায় দুই-একটা লাইন লিখে
টেবিল ছেড়ে উঠে এসো না।
বাতাসে পৃষ্ঠা যাবে উল্টে, চোখের আড়াল হয়ে যাবে।
বিক্রি হয়ে যাবে পুরনো বই খাতার সাথে
অথবা চলে যাবে রিসাইকেলে।
কবিতাকে নদী দেখাবে বলে হাত ধরে এনেছিলে,
পারলে তাকে পৌঁছে দিও জায়গা মতো,
বাকীটা পথ চিনে সে ঠিক পৌঁছে যাবে সাগরের ঠিকানায়।
একটি মন্তব্য পোস্ট করুন