ফুল বাগিচার গুপ্তধন


ফুল তুলতে বাইরে বেরিয়ে যদি দেখো বাগানটাই উধাও
মুহূর্তের বিহ্বলতায় শরীর টলে ছিটকে যায় ফুলের সাজি
কাত হয়ে পড়ে থাকা, দেহ আগলে, ক্ষীণ প্রাণের স্পন্দন  
                   ঘটনার অভিঘাতে হারিয়েছে চেতনা।  
চেতনা প্রাণ শরীরী চলমানতায় ফুল তোলার ইচ্ছে জাগে 
ইচ্ছেটাই মাটিতে গড়াগড়ি দিলে বোঝা যায়-    
বাগান নয় উধাও কল্যাণময়ী শুভবোধ চেতনার সৌরভ।
 
শিকারি কুকুরেরা সুতীব্র নখ ও দাঁতে ছিঁড়ে ফেলে অহংকার 
গড়িয়ে নামে সততার প্রসাধন তখন ঘটে যায় যা ঘটার ছিল 
মধ্যযুগের নাবিকেরা সমুদ্র পারি দিয়েছিল গুপ্তধনের খোঁজে     
                অধুনান্তিক কালখণ্ডে আবার গুপ্তধনের গল্প। 

লক্ষ্মীরঝাঁপি নিয়ে বিশ্বাস অবিশ্বাসের দাঁড়িপাল্লায় ঝুলবারান্দা
ভাগ্যিস দাউদাউ আগুনের রং নীল হয় না
নিরবিচ্ছিন্ন ঘণ্টা বাজিয়ে ছুটে চলেছে দমকলের লালগাড়িটা। 
২৮-০৭-২০২২ 





অমল বসু

Post a Comment

নবীনতর পূর্বতন