ট্রেন 


নিভন্ত গ্রহ আর ট্রেনের মাঝে ধাতব চ্যুতি 
ছোট্ট নরম কংকাল টিকটিক আঙুলে 
সময় দেখায় – এখন চন্দ্রদশা।
ঝুরঝুরে হাজার বছর – সেতু ঝরে গেল
দাঁতের অলংকার খুলে চমক বৃত্তে 
সোনালি দড়ি অজগর সেজে এল
ভুল নেই, এখানে অভাব শূন্য 
উপগ্রহ ছুঁয়ে আসা নিতম্ব, স্তন, লবঙ্গের ফুল, 
নিভন্ত গ্রহ জেলিফিশ হয়ে ভাসে ফুলের কথায় 

ট্রেন চলে যায় চ্যুতি ধরে -- ধাতব উভচর যেমন … 







অমৃতা ভট্টাচার্য 

Post a Comment

নবীনতর পূর্বতন