এবং 


সপ্তম রিপু যদি বলি তবে স্থিরতা এসে জড়িয়ে ধরে আবক্ষ; 
জলকে শান্ত মেনে পেয়ারা পাতায় লুকিয়ে রাখি আগামী বর্ষার সন্দেশ
যাবতীয় উৎসর্গ তোমার নামে রোপণ করলে প্রশ্রয় হয়ে ওঠে তোমার চোখ 
প্রতিশ্রুতি দেয় মাধবীলতা সন্ধ্যের...

কতদূর ছুটে গেছে নরম ঘাস মাঠ পেরিয়ে, 
শৈশব নামতা পড়ে সেসব হিসেব কষে
সূর্যাস্তের গোপনীয়তা স্পষ্ট হয় আরও লাল আভায়;
পাঁচিল জুড়ে কাঠবেড়ালির ছোটাছুটি স্তব্ধ হয়ে এলে 
বুঝি অন্বেষণ অভিমানী হলো আপাতত;
গড়িয়ে গেল মুহূর্ত কচুপাতার গা বেয়ে।

এবার বাতাস প্রবল হলে আর ব্যথা জমবে না সেগুনের চৌকাঠে
নৈসর্গ অবাকপথে হেঁটে যাবে 
সুন্দর যা কিছু, ছড়িয়ে দিয়ে যাবে নক্ষত্রের মায়া কালপুরুষের স্থিরতা জুড়ে।








অদিতি

Post a Comment

নবীনতর পূর্বতন