স্বপ্ন-সম্ভূত ...
আজ খুব মাংস-ইচ্ছে নিয়ে
সকাল হল, অথচ
বাজেটে মাংস-বাবদ
বরাদ্দ শূন্য, যে শূন্যতায়
হাজার মাথা খুঁড়লেও
মাংস কদাপি নয়, তবে
ফাটল-ধরা কপাল থেকে
ঝরে পড়া রক্তে
একটি তীব্র প্রতিবাদী
পোস্টার, অথবা
হৃদ্-মথিত কয়েক পঙক্তি
প্রেমের কবিতা
লেখা যেতেই পারে, যদিও
পূর্বাঞ্চলীয়
মাংসের বাজারে
কবিতার কানাকড়িও
বিনিময়-মূল্য নেই
প্রতিদিনের মতো
কিছুক্ষণের মধ্যেই
এক আশ্চর্য মানুষ
আমাদের গলি দিয়ে
হেঁটে যাবে, মানুষটা
একজন ফেরিওয়ালা
এই জনপদে বিনামূল্যে
স্বপ্ন ফেরি করে ---
স্বপ্ন-সম্ভূত বিচিত্র সব
রূপ-রস-বর্ণ-গন্ধ
জানা ও অজানা
কত-না রূপকথার
অকল্পনীয় স্বপ্ন-ভার্সন...
ওর কাছে
স্বপ্নজাত মাংসের
খোঁজ নেব, না-পেলে
শেষ-অব্দি
ভাবের ঘরে চুরি
ভাবতে হবে --- তবে তা
খুবই বিপজ্জনক
মাংস পাই বা না-পাই
ধরা পড়লে, যাচ্ছেতাই
নানান-কাণ্ড ঘটতে পারে ---
হয়তো আমার জানালায়
নিত্য উঁকি দেওয়া
ফুল্ল শিউলির
আলো নিভে গেল,
ঘরের ভেতর ঘরে
আয়নাটার
মুখভার, আমি অস্পষ্ট
হয়তো ...
একটি মন্তব্য পোস্ট করুন