আটকে যাচ্ছে পা 




ঝাঁকের কৈ ঝাঁক থেকে বেরিয়ে যাচ্ছে 

এটা মারভেলাস না 
ওয়াণ্ডারফুলও না 

আত্মময় সংসার     ।।


চাওয়া পাওয়ার আশায় চৌকাঠে গলে যাচ্ছে পা 

144 ধারা 
ওয়ারেণ্টলেস শেকড় 

তবু নাছোড় খাঁকি। মধ‍্যরাতের আগুনে পুড়ছে ঘুম       ।।


শিশুকোলে মা। আজও কর্মহীন গলদঘর্ম সংসার 

নিস্তার নেই 
বুটের কেটলড্রাম 
কাড়া নাকাড়া 

দমছে না যৌবন। চৌকাঠে আটকে যাচ্ছে পা     ।।
                             






লাশ হয়ে যাচ্ছি

নো টক

ঋতুমতী গাছ 
ঘুমোচ্ছে। বুকে যন্ত্রণা 


স্মার্টফোন বয়কট করছে 
ফ‍্যাসিজম 

শব্দের কবর থেকে বেরিয়ে আসছে 
পৃথগাত্মা ভবিষ্যৎ 


আজও পোড়া রুটির স্বাদ নিই 

মা নেই 
বাবা নেই 

গাছতলা। ফাঁকা আকাশ     


আঁচে আঁচে পুড়ছে মানুষ 

পুড়ছে ইতিহাস 
আমাদের কবর 

আমরা ধীরে ধীরে লাশ হয়ে যাচ্ছি   

                          



সন্ত্রস্ত এক পরিবার 

নির্জনতায় আস্থা খুঁজি 
আলোয় হারাই পথ 

পেটের ভেতর ক্ষুধার ঈশ্বর 

দগ্ধ গৃহস্থালি       ।।


হলুদ বৃষ্টি 
গলছে লবন 

উলঙ্গ ব‍্যালকনি। মরুগণিকার বেআব্রু চুম্বন      ।।


আরো কিছু বাঁকি 
শেষ রাত 

ভাঙা নীড়ে প্রসব বেদনা। ইনহিউম‍্যান       ।।


লজ্জা মাখি দুঠোঁটে 
রোদে পুড়ছে ধর্মতলার মিছিল 

লক্ষ‍্য বেকার গায়ে জড়ায় কাঁটা 

সন্ত্রস্ত এক পরিবার        ।।


(22.10.2022)










হামিদুল ইসলাম 


Post a Comment

নবীনতর পূর্বতন