দীপাবলি
আলোর উৎসবের নাম দীপাবলি,
ময়লা কালিমা সাফ সাদা নামাবলী,
কুসংস্কার যাদুমন্ত্র তুকতাক ভুলি,
মায়াজাল বুজরুকি সাদা গায়ে কালি।
চতুর্দিকে রোশনাই অন্ধকার দূর,
অজ্ঞানতা অভিশাপ অশিক্ষা অসুর,
শিক্ষায় চেতনা বৃদ্ধি বাস্তব মধুর,
বিপ্লবে পরিবর্তন ঐক্যে মজদুর।
কালোরূপে মহাকালী জ্বালিয়ে মশাল,
পোকামাকড় পতঙ্গ মরে পঙ্গপাল,
ফসলের রক্ষাকর্ত্রী আসনে বহাল,
নরখাদক রূপিনী পৃথিবী সামাল।
কালো ধলো যায় হোক দুধ তার সাদা,
জীবের জনম মায়ে যে বোঝেনা গাধা।
(২৪/১০/২০২২)
একটি মন্তব্য পোস্ট করুন