ফেসবুকে নেই:-
আমি মরতে চাই না
আর এই না-এর পর কমাগুলো
সবচেয়ে বেশি কর্মঠ
কিছু বেইমানি শুকোতে দিয়ে
কনসিভ করলাম শুদ্ধ মন
তবু সেকেন্ড ব্র্যাকেট থেকে বেরোতে না পেরে দেখি--
ভাঙা বেঞ্চটা বহুবছর দ্রব্যমূল্য বৃদ্ধির সংলাপ বয়ে বেড়াচ্ছে
মূল্যহীন হয়ে লজ্জায় মাথা নীচু করে চলে যাই
অ্যাড্রিনালিন ক্ষরন ক্ষমতা হারিয়ে
মাথা যন্ত্রনার কাঁধে হেলান দেয়
ফর্সা চায়ে ডুব দিয়ে বলি
পারিনি ভালোবাসতে
প্রার্থনা করি তাঁর ভালোর জন্য
বিশ্বাস করুন , অনন্ত এই টুকুতে আমি বিন্দু হয়েছি { বিশেষণ ছাড়াই}
ব্যানার তুললেই পাওয়া যায় অমাবস্যার অবিরাগ মুখ,
ফেসবুকে নেই
বলিরেখার বারান্দায় দাঁড়িয়ে থাকে
কামান-যুদ্ধ-অভিমান#কমপালসারি অবুঝ ভোর।
যা খুশি হোক:-
সর্বংসহা মেখলায় ঘটনারা গল্প জমায়
তাতে কাল-পরশু সব মিলিয়ে পুরাতাত্ত্বিক পুরুষদের মন রয়েছে
আমি রোদের অপেক্ষায়
সাংসারিক পিঁপড়েরা দানা জমাচ্ছে
আর নাভিতে যুদ্ধ প্রস্তুতি
প্রাচ্য কলকের মশলা হয়ে ছেড়ে দেব
উপবাসী শ্বাস (মাদুরে শুয়ে)
যদি তা না হয়--
ধুতরা পাতায় সাজানো রইল পড়ে বুক
ঠেসে ধরব শিবকে
সংসার vs. শশ্মান বলে তখন কিছু থাকবে না
নীলকন্ঠের বুকে মিসডকল দেবে বিরামচিহ্নহীন অভিশাপ
ধুকতে থাকবে সমসাময়িক লুঙ্গির গিট ....
চেয়ে দেখি রবার নিয়ে হাজির বিহান ভবিষ্যৎ।
একটি মন্তব্য পোস্ট করুন