ডাক শুনেছি

কাক ডাকলেই কি ভোর উজিয়ে আসে ?
জানিনা, তবে কোজাগরী রাতের পিছুটান পড়ে রয়,
বুকের টনটনে যন্ত্রণা কুয়াশার প্রলেপেও ঢাকা যায়না।

তুমিও কি অমন করে কখনো ডাক দিয়েছো কোনো আনমনা সকালকে, 
তাই দেখো--- আলো কেমন আপন ছন্দেই ছুটে এসে 
বাঁধা পড়ে আছে নিবিড় চোখের কোণে।

পুকুরের ঘন কালো কোলে কোনো ছায়া পড়ার আগেই
যেমন ও উতলা হয়ে থাকে, 
তেমনি অবসরে একটি কোনো অবয়ব ধরা দেয়,
কালপুরুষের মতো মনে হলেও সবাই তাকে নিতান্তই দৃষ্টিভ্রম ভাবেন।

বাবলা আর খিরিশের পাতারা ঘুম ভাঙ্গার আদলে 
পাতা মেলে মিলিয়ে নেয় ছেড়ে আসা ঘটনা বহুল দিনের হিসেব, 
পাখি নাচতে নাচতে শোনায় তার দাম্পত্যের ইতি-কর্তব্য।

তার পর চক্ষু মেলিয়া যে দিকে তাকাও
নীড়ের বন্ধনটাই বিশ্বাসের ডানায় ঝাপটায়।
উড়তেই হয়---------
 এই ফিরে আসাতে মুক্তির বকুল বকুল গন্ধের ডাক শুনি।












প্রভাত শতপথী

Post a Comment

নবীনতর পূর্বতন