১.
কিছু না
বলার মধ্যে
যে অগুনতি শব্দেরা ঘাপটি মেরে
বসে থাকে, তাদের সঙ্গে
কোনো ডুমুর-ফুলের স্ট্যাটিসটিক্স
অথবা হিমোসায়ানিন-এর সেন্টিমেন্ট
মিলতে পারে না বলেই
আমাদের ধারণা
এইসব ব্যর্থতার আভিজাত্যে
আমরা অনেক ক্ষেত্রেই "কিছু না" বলে
চুপচাপ সরে আসি
২.
তফাত
মনে করুন কোনো ধানজমি বরাবর
হাঁটতে হাঁটতে
সরাসরি ঢুকে পড়লেন
একটা ধানগাছের স্টেম ফুঁড়ে
যেসব সংসারী পোকাদের সাথে
আপনার আলাপ হলো
ক্ষতিকর হিসেবে
বিশেষ পার্থক্য নেই দু'জনের
অথচ পেস্টিসাইড উৎপাদনে
ব্যস্ত থাকেন আপনিই
পোকা-রা অনেক বেশি ক্ষমাশীল
৩.
খনন
ভূ-গর্ভ খুঁড়ে
জল আনতে গিয়েছিল যে কয়েকজন
তাদের কোনো ছিদ্রান্বেষণ-দোষ
ছিল না
মহাজাগতিক স্রোতের বিপরীতে
বেঁচে থাকাটাই ক্রিয়া
জলের কোল থেকে জল তুলে আনা
মৃত্যুর যোনি থেকে জীবন
একটি মন্তব্য পোস্ট করুন