কিন্তু তুমি
জানালায় মাথা রেখে ভিডিও কল আর
দু ছিলিম আকুতি
ফুরোতেই মাছের কাঁটা সহ আমিষ স্বপ্ন
কিন্তু তুমি কই?
ছেঁড়া প্যান্টটা পড়ে আছে কার্নিশে
নিচে অগোছালো ট্রামলাইন
অগোছালো ট্রামলাইন কখনও ভবঘুরে হয় না।
চেতনার ফোঁসফোঁস
কবরখানার চু কিৎ কিৎ
কিন্তু তুমি ?
তুমি কি আবারও জন্ম নিচ্ছ
কালশিটে অগ্রাহ্য করে
আগুনের ছ্যাঁকা খেয়ে
ভ্রষ্ট বিড়ালের গর্ভে
নাকি ফিরে যাচ্ছ চোখ চিরুনি শরদ শীৎকার পেরিয়ে
একটি মন্তব্য পোস্ট করুন