ফেরা
ঘোড়ার কঙ্কালে বসে সেই যে যাচ্ছি
এই ভাঙা আত্মপরিচয়
হ্রেষার কণায় নীল সূর্যাস্তের ডাক
ছায়ার জোকার
ফিরেই কী আসছি। নাভির মুনিয়া শুধু
খসখসে হাওয়াকে ঠেলছে
ধোঁয়ার চিমনি ফুঁড়ে মরিয়া রান্নাঘর
আপেলরজনির চূড়া
আমারই শিসের ব্রোঞ্জ নদী ও নীলিমার রেণু
ঘোড়ার মুখের হাড়ে উচ্ছিষ্টের শেষ দানাপানি
একটি মন্তব্য পোস্ট করুন