ভাগ হয়ে যাই


 

আদরমাখা হাতগুলো জল সেচে ধরা মাছের

মতো আমাকে ভাগ করে নেয়

স্বপ্নগুলো আগেই ভাগ করে নিয়ে

জন্মান্ধ গরুর দালাল গোভাগাড়ের শকুনের

কাছে বিক্রি করে দিয়েছে

হৃৎপিণ্ডজুড়ে ফোটা ফুলের পাপড়িগুলো

সুখসাগরের নীলে চুবানো শান্তি কেড়ে নিয়ে

কাঠি লজেন্সের মতো চুষে খায়

আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে

বলেতুমি ব্যর্থ মানুষ...

তবু জঠরের মায়া ছুড়ে ফেলে

চৈতের রোদ মোড়া কালবোশেখির

ধারালো দাঁতের পাটির নিচে রক্তাক্ত

ছুটছি আর ছুটছি...




হাশিম কিয়াম

Post a Comment

নবীনতর পূর্বতন