পাতকুয়োর শরীরের ভিতর

পাতকুয়োর শরীরের ভিতর একটা ধূসর বেদনা
যার দক্ষিণ কোনে একটা বাড়ি
যেদিক দিয়ে চলে গেছে বৃষ্টির পাকস্থলী

আমাদের ফিরে আসার মতো লবণের রাস্তা
আর আমরা গভীরভাবে ঘুমিয়েছিলাম
ধ্রুবতারার নীচে

কয়লা মাখা রাত
নক্ষত্রের অন্ধকারে লুকিয়ে রেখেছি নিজেকে
সকালের আগমন ঘটে অমাবস্যার স্লেজগাড়িতে
তবুও কোনো ভয় ছিল না
যদিও আমাদের বিছানা ছিল মরীচিকার মতো

ধুধু মাঠের সমুদ্র
আমরা বেরিয়ে পড়েছিলাম দুঃখের ধুলো খুঁজতে
মাঝ বরাবর একটা সূর্য্যের লাঙল
যা দিয়ে শরীর চষা হয়েছিল





ছাব্বির আহম্মেদ

Post a Comment

নবীনতর পূর্বতন